ভালবাসা হারালাম, চিরকাল তরে
সে আমার পর হল, তিন কথা ধরে।
বুক মাঝে দুঃখ জাগে, তার কথা ভেবে
বাগানের ফুল গুলো, ঝরে গেছে কবে।
শাড়ি পরে বধু সেজে, চলে গেছে দূরে
আমার জীবন বৃক্ষ, ছিন্নমূল করে।
জীবন পাতা গুছিয়ে, ছিঁড়ে ফেলে গেল
জীবনটা এলোমেলো, নিস্ব করে দিল।


আজ বড় একা লাগে, মানুষের ভীরে
কাগজের ফুল মাঝে, সুগন্ধ কি ধরে।
বনে বনে ঘুরি ফিরি, ব্যথা লয়ে মনে
সাধের দুনিয়া মাঝে, কষ্ট শুধু সনে।
জীবনের সুখ মোর, এক ভুলে ছাই
দুঃখ দিয়ে তাই আজ, কবিতা বানাই।


রচনা কাল ঃ
০৬/০২/২০১৭
৯ঃ২৫ পিএম।