আজ বড় একা আমি, সঙ্গে কেউ নাই।
হেটে যাই মেঠো পথে, সুখ কোথা পাই।
চারদিকে ঘন বন, মাঝ খানে পথ।
পাখি ডাকে গাছে গাছে, ফুল ঝরা পথ।
চলছে বসন্ত কাল, গাছ ভরা ফুল।
একা একা হেটে তাই, দেখি বনফুল।
বনের পুকুর শুধু, ফুলে ফুলে ভরা।
তাই মোর মনে হয়, ফুলে ডালি ভরা।


বন আজ সুখে ভরা, সুখী যেন ধরা।
তাই আজ মন বুঝি, সুখে আত্মহারা।
বসন্ত চিরল দাঁতে, হাসে খলখলে।
প্রজাপতি উড়ে এসে, বসে ফুলে ফুলে।
কোকিলের আগমন, বলে ভালবাসি।
দুঃখ সব ভুলে তাই, বাড়ি ফিরে আসি।


রচনা কাল ঃ
১২/০২/২০১৭
২ঃ৪০ পিএম।