ছিলে যখন আপন, সুখ ছিল মনে।
ভাল ছিল সব কিছু, মোর দু'নয়নে।
ছিলেনা যখন তুমি, স্বপ্ন ছিল দ্বারে।
অজানা সুখের পথে, যেতাম সুদূরে।
এসে তুমি স্বপ্ন মোর, ভেঙ্গে দিয়ে গেলে।
আঁধারে একলা রেখে, কোথায় লুকালে।
ধূমকেতু সেজে তুমি, মোর ঘরে এলে।
তাই ঘর ভরে পরে,  শূন্য করে গেলে।


আগের মত আবার, করে গেলে একা।
স্বপ্ন শুধু কেড়ে নিলে, বুক করে ফাকা।
আজ মম নিঃস্ব প্রান, নেই কিছু আর।
ঘুরি ফিরি শুধু তাই, হয়ে যাযাবর।
কেনো এলে মোর ঘরে, চলে যদি যাবে।
কেনো এত দুঃখ দিলে, বলে যাও তবে।


রচলা কাল ঃ
১৩/০২/২০১৭
৭ঃ০৮ পিএম।