কপাল দোষে আঁধারে, তরী বেয়ে আসি।
কূল কিনারা কোথায়, কোন দিকে ভাসি।
চাঁদ আলো দেয় মোরে, আঁধারে চলতে।
মেঘ এসে চাঁদ ঢেকে, সব দেয় ভেস্তে।
কোন দিকে যায় তরী, হায় ভেবে মরি।
এমন বিপদে আমি, কান্না শুধু করি।
পাই না এমন কিছু,, কূলে যাবো ধরে।
সময় চলতে থাকে, কষ্ট বুকে ভরে।


অন্ধকার ঠেলে দূরে, তরী বেয়ে যাই।
পূর্ণ হবে সব আশা, তীর যদি পাই।
কষ্ট বক্ষে অশ্রু চোখে, নিশি রাত্রী কালে।
কখন ভিড়বে তরী, আশাতীত কূলে।
ভোর হল সূর্য পুবে, তীর দেখা যায়।
ততক্ষণে ঝড় আসে, তরী ডুবে যায়।


রচনা কাল  ঃ
১৫/০২/২০১৭
৮ ঃ ২৫ পিএম।