বুকে মোর এত জ্বালা, সইতে পারি না।
নিশি রাতে প্রিয়া মোর, আর তো জাগে না।
নিশি রাতে ভেসে আসে, বিরহিণী গান।
আহা কার বুক কাঁপে, দুঃখে ভরা প্রান।
নিশি রাত মরা ভব, চোখে অশ্রু ঝরে।
বিধি কেন তার তরে, ঢালে দুঃখ ভরে।
বিমান আঁধার রাতে, শব্দ করে যায়।
বিরহিণী দুঃখ জাগে, তার ইশারায়।


কোন এক পাড়া থেকে, কুকুরের ডাক;
কানে আসে দুঃখ নিয়ে, এ করুণ বাক।
বেলা বুঝি নাই মোর, জীবনের আর।
শেষ বুঝি হবে নাকি, অন্ধকার ঘোর।
ভাল হবে প্রিয়া মোর, যদি সুখে রয়।
তাই হেসে মৃত্যু মম, করলাম জয়।


রচনা কাল ঃ
১৭/০২/২০১৭
২ঃ৫৮ এ এম।