জীবনের ভাঙ্গা তরী, সেচে একা মরি।
কেমনে মোর জীবন, দিব পার করি।
যত সেচি তত পানি, উঠে তরী পরে।
কি করবো তাই ভেবে, থাকি চুপ করে।
কত খাটি তরী পড়ে, মেওয়া না ফলে।
চাওয়া পাওয়া কান্দে, যেতে মোর কূলে।
এভাবে চলবে আর, কত দিন কাল।
সুখ বুঝি মিলবে না, হায় রে কপাল।


নিবু নিবু জ্বলে বাতি, নিভে যায় নাকি।
ভয়ে ভয়ে থাকে মন , যদি দেয় ফাঁকি।
শোকাহত মন মোর, আশা দেয় ছাড়ি।
যেতে চায় বহু দূরে, ছেড়ে তার বাড়ি।
ভাঙ্গা ঘর ভাঙ্গা মন, কাঁদে দুটি আঁখি।
একলা নীরবে থাকে, ডানা ভাঙ্গা পাখি।


রচনা কাল ঃ
১৭/০২/২০১৭
৯ঃ৩৪ পিএম।