বার বার ফিরে আসে, সেই শুভ দিন।
তোমার আমার ছিল, প্রথম যে দিন।
সেই দিন সেই মাস, আসে ফিরে ফিরে।
বিকেলের রোদ মাখা, সাগরের তীরে।
হেসে ছিল দুটি মন, কেঁদে ছিল নভ।
শ্রাবণের সেই দিন, হয়ে ছিল শুভ।
বৃষ্টি ভেজা আঁখি তুলে, দু'হাত জড়ায়ে;
বলেছিলে ভালবাসি, রবে সাথী হয়ে।


মিলনের জন্মদিন, ফিরে যদি আসে;
আসতে গোলাপ হাতে, মিষ্টি মিষ্টি হেসে।
অগ্রহায়ণের দিন, সেই চলে গেলে।
আর তো এলে না ফিরে, কোন এক কালে।
হেসে এলে হেসে গেলে, কান্না কেন দিলে?
এই দুটি দিন নিয়ে, ভাসি অশ্রু জলে।


রচনা কাল ঃ
১৮/০২/২০১৭
৩ঃ১১ পিএম।