বসন্তে মন আমার, আবোল-তাবোল।
ঝরে পড়ে তাই বুঝি, ফাগুনের ফুল।
ঘুঘু থাকে আম গাছে, বাসা তার ডালে।
সারাদিন ডাকে সেথা, ঘুঘু-ঘুক বলে।
শিমুল ডালে কোকিল, উড়ে ফুলে ফুলে।
গান ধরে মিষ্টি সুরে, সূর্য ওঠা তালে।
নানান পাখির গানে, মুখরিত ধরা।
ফুল ফোটা স্মৃতি ডালা, মন থাকে ভরা।


ভোমরের দল খাটে, মধু আহরণে।
কবি মন চেয়ে থাকে, প্রকৃতির প্রাণে।
আম্র কাননে মুকুল, ধরে থরে থরে।
লিচু গাছ ফুলে ফুলে, ছেয়ে যায় ভরে।
শিশুরা হেসে খেলায়, ফুলের কাননে।
ধন্য প্রকৃতি নয়নে, আকুল ফাগুনে।


রচনা কাল ঃ
১৯/০২/২০১৭
২ঃ০৪ পিএম।