হে একুশে ফেব্রুয়ারি, তুমি যে অমর;
ফিরে ফিরে আসো তাই, বুকের ভেতর।
তোমায় শ্রদ্ধা জানাই, ফুল মালা হাতে।
সোনার পাতায় গেঁথে, রাখি সযত্নেতে।
মায়ের আঁচল তলে, তোমার যা হাসি।
মুখ ফুটে বলি কথা, তার কোলে বসি।
মায়ের ভাষায় গাই,কত শত গান।
একুশ তোমার জন্য, পাই কত মান।


একুশের দল যদি, আবারও আসে;
বাংলার ছেলে জাগবে, মুখ ফুটে হেসে।
স্মরণে নয়ন মেলে, রফিক জব্বার;
খুঁজে বেড়াই বাংলাতে, পাই না তো আর।
হে একুশ ফিরে দাও, সেই তরবারি ;
বাংলা মায়ের হৃদয়ে, সুখ দিব ভরি।


রচনা কাল ঃ
২১/০২/২০১৭ ইং
৯ ঃ২৪ পিএম।