ভালবাসা এল বুঝি, এ মোর জীবনে।
ছোট ছোট সুখ জাগে, হালকা পবনে।
ফাগুন এসে ধরায়, প্রেম নিয়ে এল।
তাই গাছে পাখি ডাকে, দুঃখ বুঝি গেল।
চোখ মেলে যাহা দেখি, ভাল লাগে তাই।
মন যেন এলোমেলো, কোন গান গাই।
যৌবন বেলায় তার, মুখের হাসিতে;
ভরে গেল মন মোর, এক পলকেতে।


হায় ফাগুন সুদূরে, কেন ছিলে তুমি।
আঁধারে একলা মন, ছিল মরুভূমি।
এসে তুমি সুখ দিলে, হৃদয় গভীরে।
জীবন সাজিয়ে দিলে, ফুলে ফুলে ভরে।
তোমার ছোঁয়ায় মন, আহা!শান্তি পেল।
হৃদয়ের সব ব্যথা, দূরে চলে গেল।


রচনা কাল ঃ
২২/০২/২০১৭
৮ঃ৩৬ পিএম।