খেয়াঘাটে বসে আছি, বট বৃক্ষ তলে।
কখন আসবে তুমি, থাকি চোখ মেলে।
কত তরী আসে যায়, কত কিছু দেখি।
শুধু দেখি না তোমায়, ভাসে তাই আঁখি।
সারি সারি বাঁধা তরী, ঢেউ দোল খায়।
জলের উপর দিয়ে, পাখি উড়ে যায়।
হালকা বাতাসে মোর, ঘুম চলে আসে।
খেয়াঘাটে একা তাই, ঘুম দেই বসে।


সূর্য লাল সন্ধ্যা এল, পশ্চিমা আকাশে।
দুটি পাখি নীড়ে ফিরে, বাসা তার পাশে।
অন্ধকার নেমে আসে, চারদিক ঘিরে।
সেই সাথে ব্যথা জাগে, আমার অন্তরে।
খেয়াঘাট ফাকা হল, কিছু নেই আর।
তবু অপেক্ষায় রই, ঘিরে অন্ধকার।  


রচনা কাল ঃ
২৫/০২/২০১৭ ইং
১০ঃ১২ পিএম।