কোন কূলে ভাসি আমি, তুমি কোন কূলে।
একই নদীর কূলে, নাকি ভিন্ন কূলে।
কোন সাগরের বুকে, মিলবো দু'জনে।
কত পথ ভেসে ভেসে, পৌঁছাবো সেখানে।
কোন ভূমিকম্পে মোরা, দিক হারালাম।
কোন জোয়ারের স্রোতে, আলাদা হলাম।
এমন দুঃখ বেদনা, ছিল কি কপালে।
কোন দোষে কোন পাপে, এতো সাজা মেলে।


দুঃখ নিয়ে নদী কূলে, পড়ে রই বলে ;
বিষাক্ত বরশী এসে, গাঁথে বুক তলে।
এতো পথ একা যেতে, পারবো না হায়।
কোন নদীর বাঁধনে, বাঁধব হৃদয়।
মোর যাওয়ার পথে, যদি দেখি ফিরে;
তোমার মতন কেহ, সঙ্গে নিবো তারে।


রচনা কাল ঃ
২৬/০২/২০১৭ ইং
৯ঃ১৭ পিএম।