স্বাধীনতা স্বর্ণ দ্বার, দিয়ে ছিলে খুলে।
রক্ত মাখা জামা নিয়ে, তারা হেসে ছিলে।
ভুলি নি আমি ভুলি নি, সেই ইতিহাস।
রক্তে ভাসে বাংলাদেশ, দীর্ঘ নয় মাস।
ভুলি নি আমি ভুলি নি, সেই কাল রাত।
লক্ষ প্রাণের স্পন্দন, থামে অপঘাত।
ভুলি নি আমি ভুলি নি, জাগে শত বার।
ঘুম ঘরে ঘুমে যায়, ওঠে নি তো আর।


স্বাধীনতা এসে ছিলে, সোনার বাংলায়।
ভুলি নি আমি ভুলি নি, ভুলবার নয়।
লক্ষ প্রাণের বিনিময়ে, দেখা দিয়ে ছিলে।
কোন মতলবে পরে, তুমি গেলে চলে।
আবার এসে বাংলায়, নাও লক্ষ প্রাণ।
তবু তুমি ফিরে এসে, থাকো দীর্ঘ ক্ষণ।


রচনা কাল ঃ
০২/০৩/২০১৭ ইং
১০ঃ২৫ এ এম।