হাঁস ডাকে প্যাক প্যাক, বুড়ির ডোবায়।
তাই বুড়ি লাঠি নিয়ে, সেথা চলে যায়।
কিছু মাছ করে চাষ, বিনা পয়সায়।
খেতে দেয় বাসি ভাত, সকাল বেলায়।
ব্যাঙ ডাকে গ্যঙ গ্যঙ, রাতের বেলায়।
তাই চোখে ঘুম নেই, কি জানি কি হয়।
পাশের বাড়ির ভোলা, তার নাতি হয়।
ঘুম ছেড়ে তাই বুড়ি, তাকে ডাক দেয়।


বুড়ির বাড়ির ডানে, সুখে তারা রয়।
বড় বাড়ি বড় ঘর, সোনা ভরা গায়।
সুখ পাখী ডাকে বুঝি, ধনীর ভিটায়।
কত লোক সারা দিন, সে দিকে তাকায়।
একটি ডোবায় বুড়ি, রজনী জিমায়।
লক্ষ টাকা নিয়ে তারা, কি ভাবে ঘুমায়?


রচনা কাল ঃ
০৬/০৩/২০১৭ ইং
৮ঃ৩৭ পিএম।