তুমি আজ চলে গেলে, দূর অজানায়।
সামনে তোমার দেহ, সবারে কাঁদায়।
প্রাণ পাখি উড়ে গেছে, দেহ ছেড়ে হায়।
শূন্য খাঁচা অনাদরে, তাই পড়ে রয়।
পাখির শোকে তাইতো, খাঁচা ধরে কাঁদি।
কোন দিন তাই পাখি, আসে ফিরে যদি।
একবার উড়ে গেলে, দেয় না তো ধরা।
মাটি চাপা দিতে খাঁচা, মন দিশেহারা।


তোমায় রেখে এলাম, অন্ধকার ঘরে।
বাঁশ বাগানের নিচে, মাটি চাপা মেরে।
আকাশে মেঘ জমেছে, মোর দু'নয়নে।
মনটা বাঁধন হারা, চাপা কান্না সনে।
একদিন চলে যাবো, তোমারই মত।
সেই বাঁশ ঝাড় তলে, একা শূন্য হাত।


রচনা কাল ঃ
০৭/০৩/২০১৭ ইং
০৭ঃ৩৬ পিএম।