তুমি আছো কত দূরে, জানা নেই আজ।
বুকের বেদনা জাগে, মন করে সাজ।
আজ ফিরে চায় মন, সেই কান্না হাসি।
যে দিন আমায় ভুলে, দিলে তরী ভাসি।
সেই দিন অশ্রু জলে, ভেসে ভেসে আমি;
এত দূরে চলে আসি, জানো নাতো তুমি।
জীবনের শেষ পাতা, দেয় মোরে উঁকি।
একবার দেখে যাও, তোমা শুধু ডাকি।


এলে না আমার ডাকে, শূন্য থালা বাজে।
আসবে না তাও জেনে, বকি আজে বাজে।
শেষ স্মৃতি কান্না হাসি, দিয়ে উপহার;
বিদায় দিয়ে আমায়, করে ছিলে পর।
সেই কান্না হাসি যদি, দাও হাত ভরে;
চলে যাবো বহু দূরে, চাইবো না ফিরে।


রচনা কাল ঃ
০৯/০৩/২০১৭ ইং
১০ঃ৩০ পিএম।