বন্ধু আমার দুঃখ, থাকে নিশি দিনে।
পিছু পিছু চলে মোর, যাই যেই খানে।
যখন হাসতে চাই, সে এসে দাঁড়ায়।
যখন ঘুমাতে যাই, রয় বিছানায়।
সুখের কথা বললে, সে  চিমটি কাটে।
তাই সুখ চলে যায়, কোথা কোন ঘাটে।
গভীর রাতে যখন, স্বপ্ন মাঝে ডুবি।
ভেঙে দেয় স্বপ্ন মোর, তাই তারে ভাবি।


হে বন্ধু এত সময়, দাও কেন মোরে।
আমায় কি ভালবাস, গভীর আঁধারে।
সবাই আমায় ছেড়ে, বহু দূরে গেছে।
শূন্য এ হৃদয় পথে, তুমি শুধু পিছে।
কতকাল কত পথ, রবে মোর সাথে।
জীবন ফুরিয়ে এল, চড়বে কি রথে?


রচনা কাল ঃ
১৩/০৩/২০১৭ ইং
৩ঃ০২ পিএম।