মেঠো পথে হেটে যাই, ইরি ধান ক্ষেত।
সবুজে সবুজে ভরা, দেখি শত ক্ষেত।
সবুজ আর সবুজ, যে দিকে তাকাই।
এ কেমন সাজে মাঠ, মনকে শুধাই।
পা ফেলে নরম আলে, ধীরে ধীরে হাটি।
সবুজ ঘাসের পথ, মন বলে খাটি।
মাঠের উত্তর পাশে, বট বৃক্ষ তলে;
বিশ্রাম নেবার কালে, মন ছড়া বলে।


খোলা মাঠে ঝাক বেঁধে, পাখি আসে উড়ে।
বাতাসে বাতাসে উড়ে, সারা দিন জুড়ে।
ক্ষতিকর পোকা খেয়ে, নাচে দুলে দুলে।
সবুজ ধানের চারা, সেই সাথে দোলে।
ধান ক্ষেতের আগাছা, করে পরিষ্কার।
কৃষকের হাসি মুখ, রৌদ্র পোড়া চর।


রচনা কাল ঃ
১৮/০৩/২০১৭ ইং
১০ঃ০৯ পিএম।