তুমি বিনে কষ্ট বাড়ে, সয়না পরানে।
রজনীতে নাই ঘুম, মোর দু'নয়নে।
জ্বলবে না কি আর, আশার প্রদীপ।
চিরতরে নিয়ে গেছো, নাকি সে প্রদীপ।
আসবে না কি গো ফিরে , চেনা মোর ঘরে।
জ্বলবে নাকি আবার, আলো মোর ঘরে।
কাছা কাছি পাশা পাশি, আছো তবু দূরে।
ভালবাসি বলা শুধু, রয় অগোচরে।


মিলন বিরহ আসে, পালাক্রমে হায়।
তোমার নাম ঠিকানা , কোথায় হারায়।
একই ভুবনে আছি, তবু বহু দূরে।
নিশিতের পথ ধরে, চলি গো আঁধারে।
সেই মন সেই সুখ, পাই নাতো খুঁজে।
মৃদু মৃদু আলো জ্বলে, থাকি চোখ বুজে।


রচনা কাল ঃ
০৪/০৪/২০১৭ ইং
৯ঃ৩০ পিএম।