বৃদ্ধ কহে ওহে বাছা, বস মোর খাটে।
সবই বলবো খুলে, গেছে যাহা ঘটে।
ছেলে কহে ওগো পিতা, চুল গেছে পেকে।
ওই মাথায় কি আর, কোন বুদ্ধি বাঁকে।
বৃদ্ধ কয় ধৈর্য ধরে, তোরে ছিনু পুষে।
নিজ চোখে দেখে যাহা, গালি দিলি কষে;
তার আড়ালের কথা, এক সর্বনাশা।
তোর বউ চুন্নু সনে, খেলে ছিল পাশা।


ছেলে কয় রেগে মেগে, এই ছিল মনে।
কোথা গেছে মোর মাগি, আনো তারে টেনে।
এক মুঠো চুল ধরে, দিল পিঠে লাথি।
ছাড়াছাড়ি হয়ে গেল, তার চির সাথি।
কে ছিল চুন্নু প্রেমিক,  জানা নাহি গেল।
কার দোষ বেশি ছিল, চট করে বল?


রচনা কাল ঃ
২৭/০৩/২০১৭ ইং
৯ঃ০৫ পিএম।