প্রেম এসে চুপিসারে, মনটাকে ডাকে।
অপলকে মোর প্রাণে, চেয়ে শুধু থাকে।
হাসা-হাসি করে প্রেম, যেন মোরে নিয়ে।
আমি তাই পথ ছেড়ে, দূরে যাই ধেয়ে।
কি কারণে মন যেন, চায় ফিরে ফিরে।
বুকের ভেতর যেন, কাপে থরে থরে।
সুখ বুঝি মোর প্রাণে, মুখ ফিরে চায়।
আমি এখন কি করি, সে তো অচেনায়।


দূর বনে গিয়ে ছিনু, বহু দিন আগে।
কারে দেখে মনে যেন, এত সুখ লাগে।
আবছায়া আবছায়া, পড়ে মন তলে।
কোন দিকে কত পথ, গেলে তারে মেলে।
ভোর বেলা আশা নিয়ে, চললাম পথে।
দেখা হল পুর্ব কোণে, সত্যি তার সাথে।


রচনা কাল ঃ
০৬/০৮/২০১৭ ইং
৮ঃ১৯ এএম।