প্রেমে পড়ে ঘুম হারা, জেগে কাটে নিশি।
রাতে যেন তার কথা, মনে পড়ে বেশি।
স্বপ্নে এসে হাসে যেন, ডাকে মৃদু স্বরে।
ঘুম ভেঙে দেখা যায়, একা শূন্য ঘরে।
এপাশ ওপাশ করে, কাটে সারা রাত।
বহু প্রতিক্ষায় আসে, ফিরে যে প্রভাত।
তার পর ভোরে উঠে, সেই পথে চলা;
যে পথে সে কোচিং যাবে, উঠে ভোর বেলা।


হাসি মুখ দেখে যেন, ভাল লাগে মনে।
সূর্যমুখী ফুটে আছে, যেন কোনো বনে।
তার ইশারায় যেন, দিতে হয় সাড়া।
না দিলে কান্নার জলে, ভেসে ফেলে পাড়া।
আমায় সে ভালবাসে, রাখে তার বুকে।
জনম জনম যেন, কাটে পাশে থেকে।


রচনা কাল ঃ
৩১/০৭/২০১৭ ইং
৮ঃ৫৫ পিএম।