মেঠো পথে ঝোলা হাতে কুঁজো বুড়ি যায়
বড় বড় দাঁত তার, হাড় চিবে খায়।
ভয়ে ভয়ে সব লোক থাকে বহু দূরে
কুঁজো বুড়ি কোন ক্ষণে এসে যেন ধরে।
গ্রামে গ্রামে ঘুরে ঘুরে খোঁজে তার খাদ্য
মানুষের পাশে এসে বলে তার পদ্য।
সুযোগ পেলে ছাড়ে না একা খোকা খুকি
সব কিছু চিবে খায় রাখেনা যে বাকি।


রচনা কাল : ২৪/০১/২০১৮ ইং