রঙিন শিমুল ফুল ঝরে পড়ে কত
গাছ তলে ফুল রাজ্য মনে হয় শত।
কেমন গন্ধ ছড়ায় সেই ফুল থেকে
ঝাঁকে ঝাঁকে পাখি এসে বসে চারদিকে।
পাখি কত গান গায় শিমুলের ডালে
তারা বলে স্বর্গ তুমি পৃথিবীতে এলে।
তাই তারা গানে গানে তোলে নানা সুর
সুরে সুরে পৃথিবীটা হয় ভরপুর।


বসন্ত শিমুল ফুলে রাঙায় ভুবন
কবি মন দেখে যেন ভরে যে নয়ন।
সুর শুনে মন ভরে কোকিলের গানে
মিষ্টি মিষ্টি নানা রুপে স্বপ্ন মন বোনে।
শিশুর সুন্দর মন ভরে লাল রঙে
তাই তারা খুব যত্নে ফুল রাখে সঙে।


রচনা কাল : ১৬/০২/২০১৮ ইং