আদমের তরী নিয়ে, ভরা জলে যাই।
স্রোতে ভাসে তরী যেন, সুখ খুঁজে পাই।
চারিদিকে বাঁকা জল, মাছ করে খেলা।
লাফালাফি করি মোরা, উঠে পর ভেলা।
মাঝ মাঠে লাঠি সাথে, তরী বেঁধে হায়;
দক্ষিণা পবনে যেন, হৃদয় জুড়ায়।
মনে আসে কত গান, দেখে নদী ঢেউ।
অপরুপে বর্ষা আসে, তা কি জানে কেউ।


শিয়াল কুকুর যেন, ভাসে আর তলে।
কলমি শাকের পাতা, জেগে রয় জলে।
হাল ধরে ছিনু আমি, আদমের ডাকে।
কলমি শাকের দলে, তরী যায় ডুকে।
অনেক চেস্টার পর, বের করে আনি।
রুপের বাহার বর্ষা, জানি আমি মানি।


রচনা কাল ঃ
২০/০৭/২০১৭ ইং
৯ঃ৪৩ পিএম।