জন্মের আগে থেকেই বিদ্যুৎ ছিল ঘরে
ছিল না টেলিভিশন কষ্ট বুকে ধরে।
একটা টেলিভিশন ছিল যে পাড়ায়
দেখতে দিত না তাও কত কি শুনায়।
অন্য পাড়ায় গেলেও, যায় না তো দেখা
নানান কথায় শুধু হয় যেন শেখা।
নিজ পাড়া গালি দিলে সেও যেন ভাল
টিনের ছিদ্র দিয়েই দেখি সাদা-কালো।


তারপর কিনে চাচা করে ঝিরঝিরে
এন্টেনা ঘুরাই শুধু যেন ঘুরেফিরে।
ঘুরাতে ঘুরাতে ভাল পরে হয় মন্দ
কেটে যায় তাই যেন ছবি দেখা ছন্দ।
সপ্তাহে দু'দিন দেয় সাদাকালো ছবি
বিজ্ঞাপনে ভরপুর তাও দেখে সবি।


রচনা কাল : ০২/০৫/২০১৮ ইং