তোমার আশায় আমি, বসে রই পথে।
যেতে যেন হয় দেখা, তোমারও সাথে।
কত বেলা যায় কেটে, শুধু অপেক্ষায়।
তোমার মতন যেন, কত লোক যায়।
কেহ যদি পথ ধরে, আসে দূর হতে;
মনে হয় তুমি যেন, আসো কোনো মতে।
কাছে এলে দেখা হয়, ও পাড়ার কেউ;
মনে শুধু লাগে ব্যথা, জানে না তা কেউ।


এমনি এমনি করে, কত দিন কাটে।
তোমায় দেখতে মন, বুক যায় ফেটে।
আষাঢ় শ্রাবণ গেল, সুখের ভুবন।
কবে তুমি দিবে দেখা, ভরাবে নয়ন।
অপেক্ষার পথ যেন, হাজার বছর।
কাছে এলে মনে হয়, সামান্য প্রহর।


রচনা কাল ঃ
২৭/০৭/২০১৭ ইং
২ঃ৫৮ পিএম।