সে দিন দু'জনে মিলে, বলে ছিনু কথা।
হাসা হাসি মাঝে যেন, ভুলে ছিনু ব্যথা।
স্বপ্নের  রঙে বাসর, আঁকা ছিল চোখে।
বুঝিনি ধূসর হবে, তুলে রাখা মুখে।
মেঘ মালা হেসে ছিল, গাছের আড়ালে।
বৃষ্টি হয়ে ঝরে গেল, পুষ্প গুলো ফেলে।
নদী নালা ভরা ছিল, আষাঢ়ের তরে।
সব যেন শুষ্ক হল, চৈত্র খরতরে।


মোম বাতির আলোয়, চিঠি ছিনু পুড়ে।
মুছে গেলে সব স্মৃতি, তবু মনে গড়ে।
ভালবাসা কত জ্বালা, বোঝে কালো রাত।
নিশি ভরা অশ্রু ঝরে, ফোটে না প্রভাত।
কোন কোন কালো রাত, হয় ইতিহাস।
প্রেমিকের মনে রয়, যেন বারোমাস।


রচনা কাল ঃ
০৩/০৬/২০১৭ ইং
৭ঃ৫০ পিএম।