বহু দিন পরে যেন মনে পড়ে যায়
শ্যামলিমা গ্রাম খানি মিটমিটে চায়।
দোয়েল কোকিল ডাকে সুমধুর সুরে
বৃষ্টি ভেজা মেঠো পথে মন যায় ভরে।
শীত আসে বর্ষা আসে আসে গ্রীষ্ম কাল
বসন্ত হেমন্ত এসে করে নানা ছল।
কত স্মৃতি কত কথা ভাসে দু'নয়নে
শৈশবের সেই গ্রাম উঁকি দেয় মনে।


কত খেলা খেলে যেন কেটে গেছে বেলা
মা বাবা বলেছে শুধু বন্ধ কর খেলা।
সূর্য হেলে যায় দূরে অন্ধকার নামে
খেলা তবু মিষ্টি লাগে নাহি তাই থামে।
নীরব নিথর মন ছুটেছে সে গ্রামে
লেখা আছে শুধু আজ হৃদয়ের খামে।


রচনা কাল : ০৬/০২/২০১৮ ইং