তোমায় দেখবো বলে, গিয়ে ছিনু স্কুলে।
তোমায় দেখার সাধ, যাই কাজ ফেলে।
ঘুরা ফেরা করি সেথা, তুমি কোন ঘরে?
এ ঘর ও ঘর দেখি, তুমি রও দূরে।
মনে মনে কত কথা, ঝরে ঝরে পড়ে।
তোমায় কাছে না পেয়ে, দুঃখ শুধু বাড়ে।
খুঁজতে খুঁজতে হায়, হয়রান কালে;
মাঠে আছে কড়ি গাছ, বসি তার তলে।


এই ভাবে বসে যেন, কেটে যায় বেলা।
এটাই বুঝি প্রেমের, সত্যে লিলা খেলা।
কড়ি পাতা গায়ে ঝরে, মনে লাগে সুখ।
কি জানি কি ভেবে যেন, দূরে যায় দুঃখ।
খালা বলে ডাকো যারে, তার কাছে শুনি;
তোমার শ্রেণির কথা। আশা তাই বুনি।


রচনা কাল ঃ
০১/০৮/২০১৭ ইং
৯ঃ১৬ পিএম।