অন্ধবিশ্বাস ভুবনে রাজ্য করে জয়
কি করে বিশ্বাসী মন তাহা ঠাই দেয়।
দেখিনি ছুঁইনি যাহা সত্য কেন বলি
নিষ্পাপ মন কে কেন দোষ দিয়ে চলি।
সৃষ্টিকর্তা খেলা খেলে মোরা গুটি মাত্র
ভুবনেতে হয়ে আছি সবে মিথ্যা ছাত্র।
যেদিন নিজের জ্ঞান খাটবে ভুবনে
বাস্তব ধর্ম সেদিন দেখবে নয়নে।


রচনা কাল : ০৪/০২/২০১৮ ইং