বাড়ির পাশের ক্ষেত, শাক লতা ভরা।
মোরগ মুরগি সেথা, করে চলাফেরা।
গরু ছাগল সেথায়, যেন হয় খাড়া।
ক্ষেত ঘিরে তাই দেয়, কাঁটাতার বেড়া।
চিকন ফাঁসের জাল, দেয় তার সাথে।
জীব যেন তবু যায়, চলে সেই পথে।
অনেক পথিক যায়, লাফ দিয়ে বেড়া।
গরু ছাগলের মত, যেন দেয় সাড়া।


সবজির ক্ষেত যেন, মৃদু মৃদু হাসে।
পক্ষীকুল পোকা ধরে, থেকে বেড়া বসে।
ভোমরের গুনগুনে, মুখরিত ক্ষেত।
পাহারায় থাকে সেথা, যেন কোন প্রেত।
ক্ষেতের ভাল সবজি, নেয় হাত ভরি।
ভন্ড বাবু সাধু বেশে, চুপে করে চুরি।


রচনা কাল ঃ
০৯/০৮/২০১৭ ইং
৯ঃ৩২ এএম।