সখী তোর ভালবাসা, ডাকে শুধু মোরে।
অশ্রু ভাসে দু'নয়নে, যদি রস দূরে।
পৃথিবীর সব খানে, ওঠে বুঝি রবি।
যে দিকে তাকাই শুধু, দেখি তোর ছবি।
তুই কেন এত বার, ডাকিস আমায়।
পথে যেতে ফিরে ফিরে, দেখিস আমায়।
চোখ বুজে দেখা যায়, হাসি মুখ তোর।
ফিরে আসে মনে তাই, ফাগুনের ভোর।


ভালবেসে ভুল বুঝে, দূরে গেলি চলে।
হাহাকারে কাঁদে প্রাণ, তোর কথা বলে।
এত অভিমান ছিল, তাই দেরি হল;
বহু বোঝানোর পর, ভুল ভেঙে গেল।
আবার সুখের ক্ষণ, এল বুঝি ফিরে।
কাটবে আবার দিন, নিয়ে শুধু তোরে।


রচনা কাল ঃ
০৮/০৮/২০১৭ ইং
৭ঃ২৯ পিএম।