মাঝ রাতে স্বপ্নে এলে, যেন বধূ বেশে।
খুশি মনে হাত ধরে, ঘুরি দেশে দেশে।
কত দূর কত পথ, কত শত ক্ষণ;
তোমার সাথে গেলাম, যেন সারাক্ষণ।
কত কথা কত গান, ছিল যেন সাথে।
সুখ যেন পেয়ে ছিনু, অজানা সে পথে।
দূর কোন ঠিকানায়, সুখ ছিল লেখা।
তাই যেন সুখ পরী, দিয়ে ছিল দেখা।


কত সুখ এই পথে, মন জেনে নিল।
কত কিছু পেট ভরে, সেই পথে খেল।
হাসি খুশি কত কিছু, দেখে ভরে মন।
রঙিন রাজ্যের বুঝি, দেখা বড় ধন।
সুখের আঁধার গেল, ভেঙে গেল ঘুম।
স্বপ্ন যেন নিল ছুটি, গেল বুমবুম।


রচনা কাল ঃ
০৮/০৮/২০১৭ ইং
৯ঃ৪০ পিএম।