চিরদিন রয়ে গেলে দূর অজানায়
এই প্রাণ ডেকে মরে, কত গাঁয়ে যায়।
ভুবনে দিলে না দেখা স্বপ্নে রয়ে গেলে
এমন করে আমায় কি গো তুমি পেলে।
সুখের দুয়ারে তুমি ব্যথা ভরা প্রাণ
ক্ষণে ক্ষণে বিরহের ভেসে আসে গান।
দূর হতে বহু দূরে আরো কত দূরে
সেথা হতে আসে ব্যথা এ হৃদয়পুরে।


তুমি দেখো নি আমার কান্নার নয়ন
শ্রাবণের মত বর্ষা ঝরে সারাক্ষণ।
নিশিতের হাহাকার শুনো নি আমার
তাহলে আসতে ফিরে ছুটে বারে বার।
তুমি দূরে আছো বলে সুখ আছে দূরে
নিরব মনের কথা যায় ভেঙেচুরে।


রচনা কাল : ০৭/০৬/২০১৮ ইং