চারদিকে সর্ষে ফুল, ফুটে আছে শুধু।
ভোমরের দল ছোটে,  আহরণে মধু।
কুয়াশায় ডেকে আছে, দিগন্তের পথে।
সর্ষে ফুল যেন জ্বলে, সূর্য ওঠা সাথে।
গুনগুন শব্দ আসে, সর্ষে মাঠ থেকে।
ভোমরেরা ছুটে চলে, যেন এঁকেবেঁকে।
কুয়াশা চাদর গায়ে, হাটি আল ধরে।
ফুলের সুভাসে যেন, মন যায় ভরে।


মধু নিয়ে উড়ে যায়, ভোমরের দল।
ফুল হাসে মধু দিয়ে, পায় শক্তি বল।
মাঠে মাঠে ফুল ভরা, কোথা আছে আর?
এক দেশ এই মাঠ, রঙিন দুয়ার।
আল পথে হেটে গেলে, শিশিরের জলে;
সর্ষে ফুলের পাপড়ি, ভরে হাটু তলে।


রচনা কাল ঃ
০১/০৮/২০১৭ ইং
৮ঃ৪৪ পিএম।