শ্রাবণের বৃষ্টি ধারা, চলে বহু দূর।
সারাদিন ঝরে ঝর, টাপুরটুপুর।
পুকুরে বাদল ঝরে, টুপ টুপ করে।
বাঁশ যেন নুয়ে পড়ে, বৃষ্টি ফোটা ভারে।
মাঠে মাঠে লোক নেই, ফাঁকা যেন সব।
কাদা জলে ভরা পথ, নেই কলরব।
উঠোনে কাঁঠাল পাতা, পড়ে রয় ভরে।
শ্রাবণের জল যেন, পড়ে তার পরে।


শালিকের ডানা ভেজা, কদমের ডালে।
কদম ফুলের শোভা, দেখা বর্ষা কালে।
কলসিতে পানি ভরে, দুয়ারে দাঁড়িয়ে।
ব্যথা পায় বধূ যেন, পা পিছলে যেয়ে।
মাঝি ভাই তরী নিয়ে, ভেজে বৃষ্টি জলে।
আহা! মরি সুখ লাগে, এই বর্ষা কালে।


রচনা কাল ঃ
২৪/০৭/২০১৭ ইং
২ঃ০৩ পিএম।