তুমি যেন লাল পরী, অচিন পুরের।
তুমি যেন সুখ পাখি, সুদূর দূরের।
তুমি হলে নাটোরের, যেন বনলতা।
তুমি হলে স্বপ্ন রাজ্যে, যেন ঝরা পাতা।
গ্রীষ্মের দুপুরে তুমি, দক্ষিণা পবন।
তুমি আকাশের চাঁদ, সাত রাজা ধন।
তুমি যেন মোর ঘরে, সন্ধ্যা মোম বাতি।
মিটিমিটি তাই যেন, জ্বল সারা রাতি।


তোমায় কেমনে পাবো, চাঁদ জ্বলা রাতে।
তোমায় কেমনে পাবো, ফুলের বসন্তে।
তুমি হলে কত দামি, আমি ভাঙা খোলা।
তোমায় ভেবে কি হবে, এই সারা বেলা।
মন মানে না আমার, তাই ছুটে আসি।
দেখে লাগে বড় ভাল, যেন ভালবাসি।


রচনা কাল ঃ
০৯/০৮/২০১৭ ইং
৭ঃ৩৮ এএম।