তোমায় দেখলে পরে, সুখ লাগে মনে।
ভাবনায় তুমি এলে, হাসে দু'নয়নে।
তুমি কাছে আছো বলে, মন এত খুশি।
বুকের গভীরে যেন, সুখ রয় বেশি।
সুখ গুলো জল হয়ে, বুকে তোলে ঢেউ।
তুমি আমি ভালবাসি, জানে নাতো কেউ।
পাশাপাশি এক পথে, হাতে হাত ধরে;
চলে গেলে বহু দূর, মন সুখে ভরে।


বাঁকা পথে একা পেলে, গাছের আড়ালে;
কত কথা কত ব্যথা, যাও তুমি বলে।
আমায় হারালে তুমি, যাবে নাকি মরে।
আমায় ছাড়া তোমার, বুক কষ্টে ভরে।
এক ডালে বাসা বেঁধে, রবো চিরকাল।
বলে গেলে শত কথা, করবে না ছল।


রচনা কাল ঃ
০৪/০৮/২০১৭ ইং
৪ঃ২৮ পিএম।