হারানো সে স্বপ্ন মোর, ফিরে বুঝি এলো।
সাধের ভাবনা যেন, হল এলোমেলো।
রঙিন দিনের আশা, ছিল মোর মনে।
সেই দিন এই ভাবে, ফিরবে জানিনে।
কত আশা ভালবাসা, ফিরে মন পায়।
সোনা রত্ন লোকে বলে, দাম যেন দেয়।
আহা! কত দুঃখ দিন, বাসি হয়ে গেছে।
সুখের দিনের রেশ, বয় বুঝি পিছে।


সুখে যেন ঢেউ খায়, হৃদয় পিঞ্জর।
কত জন পাশে এসে, বসে রয় মোর।
সুখ পাখি দেয় ধরা, নিজে সে খাঁচায়।
সুখের পবন বুঝি, জীবন রাঙায়।
আজ বুঝি সুখে যেন, মধু থাকে ভরা।
পিপীলিকা তাই মোর, পাশে শুধু ঘেরা।


রচনা কাল ঃ
২৩/০৭/২০১৭ ইং
৪ঃ৩৫ পিএম।