যে জীবনে প্রেম আসে, ধন্য সে জীবন।
সুখের পবনে ঘুরে, তার দু'নয়ন।
জীবন রাঙিয়ে তোলে, প্রেমেরও ধারা।
নিশিতের স্বপ্ন গুলো, সুখে উড়ে তারা।
পাখি গান গায় ডালে, পাতা দেয় দোলা।
সবুজ ঘাসের বুকে, পোকা করে খেলা।
উপহার দিবে বলে, মেঘমালা নাই;
বৃষ্টি হয়ে মোর গায়, ঝরে পড়ে তাই।


কত দিন কত ক্ষণ, সুখ রবে পায়?
ভাবনার ধারে মন, উঁকি মেরে যায়।
ডানা মেলে স্বপ্ন গুলো, উড়ে আসে মনে।
তারা ভরা রাত যেন, ভাসে দু'নয়নে।
বকুলের গন্ধ যেন, লাগে মোর গায়।
ঠিকানা সুখের তরী, পাশে বেড়ে হায়।


রচনা কাল ঃ
২৩/০৭/২০১৭ ইং
৯ঃ৩৩ পিএম।