তুমি কেন এসে ছিলে? জীবনে আমার।
কেন পরে ভুলে গেলে ,ছেড়ে মোর ঘর।
ভাবিনি এমন করে, তুমি যাবে চলে।
শূন্যতা আমার বুকে, রবে জ্বলে জ্বলে।
বিরহিণী মন নিয়ে, আর কত কাল;
বাঁচবো আঁধারে একা, হবে কি সকাল।
মনে হয় ভুল করে, আসো যদি ফিরে;
জীবনের ফুল যেন, ফুটবে পাথরে।


ব্যথা যেন বুক মাঝে, চুপ করে রয়।
বিরহী রাতের সাথে, হয় না তো ক্ষয়।
কত কাল কত পথ, কষ্ট থলে হাতে;
জীবনের পথ ধরে, যাবো শুধু রাতে।
হবে কি কখনো এর, শেষ চিত্ত কাজ।
ব্যথা ভরা মন যেন, কাঁদে শুধু আজ।


রচনা কাল ঃ
২১/০৬/২০১৭ ইং
২ঃ২৪ পিএম।