তাল গাছে তরী বেঁধে, সুখে ছিনু বসে।
চারিধারে জল যেন, খেলা করে হেসে।
আকাশে মেঘের ভেলা, সূর্য ওঠে ডোবে।
ঝিরিঝিরি বায়ু বয়, সুখ সেথা পাবে।
মাঠ শুধু জলে ভরা, গাছ হাটু জলে।
ঢেউ এসে গাছে লাগে, তরী হেলে দুলে।
মাছ ধরে তরী নিয়ে, জেলে মাঝ মাঠে।
মাঝে মাঝে গলা ছেড়ে, গান গেয়ে ওঠে।


পানি বাড়ে পানি কমে, দাগ রয় গাছে।
লোকে এসে চেয়ে রয়, উঁকি মেরে গাছে।
তাল গাছে তাল ভরা, পাখি সেথা উড়ে।
কদমের ফুল ঝরে, জলে যেন পড়ে।
কত কিছু ভেসে এসে, রয় কিনারায়।
ছোট ছোট ছেলে মেয়ে, নেয় তা কুঁড়ায়।


রচনা কাল :
১৫/০৭/২০১৭ ইং
১ঃ৩০ পিএম।