জন্ম হল এই গ্রামে, নাম তেঁয়াশিয়া।
ভালবাসি তাই যেন, পরানে বাঁধিয়া।
গাছে গাছে ভরা যেন, এই গ্রাম বাড়ি।
মধুভরা চাঁদ জ্বলে, গাছ মাথা ছাড়ি।
পাখি ডাকে নাম ধরে, এই বাঁশবনে।
সাড়া দিতে চায় মন, যেন গানে গানে।
এই হল বড় বাড়ি, খেলা শিশু বেলা।
মারামারি হৈ চৈ করে, কেটে যেত বেলা।


মাঝ গাঁয়ে বয়ে গাছে, ছোট নদী হায়।
সেই নদী ডাকে মোরে, আয় ফিরে আয়।
সর্ষেফুল মাঠ ডাকে, কুয়াশায় ঘিরে।
মাঠে মাঠে ভরা ধান, ডাকে প্রাণ ভরে।
আদর সোহাগে যার, গড়া এই আমি;
এই হল খাটি গ্রাম, মোর জন্মভূমি।


রচনা কাল ঃ
০৬/০৮/২০১৭ ইং
১০ঃ৩০ এএম।