তোমার মুখের হাসি, বড় মধুময়।
বার বার দেখি আমি,  আরো মন চায়।
পাশে এসে যদি বসো, লাগে কত ভালো।
বুক মাঝে সুখ এসে, দিয়ে যায় আলো।
হৃদয়ের মাঝ খানে, বসে আছো তুমি।
সারা নিশি ঘুম তরে, দিয়ে যাই চুমি।
স্বপ্নে এসে হাসি মুখে, বল কত কথা।
চাপা কান্না যায় দূরে, মুছে যায় ব্যথা।


এ পাশ ও পাশ খুঁজি, সারা নিশি ভরে;
তোমায় দেখবো বলে, ঘুম যায় দূরে।
অন্ধকারে ভেসে ওঠে, সেই মিষ্টি হাসি ;
যে হাসি দেখে আমার, হয় গলে ফাঁসি।
তোমার মুখের হাসি, কেড়ে নেয় মন।
দিন রাত সারাক্ষণ, করে জ্বালাতন।


রচনা কাল :
১৫/০৭/২০১৭ ইং
৯:১৬ পিএম।