আকাশের লাল পরী, রুপ বড় তার।
সেও যেন হার মানে, রুপে যে তোমার।
চিকচিক করে বালি, হাসি বড় তার।
সেও যেন চায় ফিরে, রুপ যে তোমার।
আকাশের চিল যেন, ডানা বড় তার।
সেও চায় নিতে যেন, রুপ যে তোমার।
গাছ চায় পাতা যেন, ফেলে দিবে তার।
রাঙিয়ে তুলবে গা, রুপ যে তোমার।


নানা জনে নানা রঙে, চায় যে তোমায়।
ফুলে ফুলে ভরা যেন, তোমার হৃদয়।
কত প্রেমিক তোমার, রয় অপেক্ষায়।
তোমার ভালবাসায়, পথ যে হারায়।
আমি একা পথ ধরে, দেখি যে তোমায়।
রঙিন স্বপ্ন বাসর, হৃদয় সাজায়।


রচনা কাল ঃ
২৫/০৭/২০১৭ ইং
২ঃ৪৭ পিএম।