তোমায় প্রথম দেখে, হেসে ছিল মন।
মিটিমিটি ঝরে ছিল, কথা দু'নয়ন।
কিছু সময় তোমায়, দেখে ছিনু হায়।
চলে গেলে সন্ধ্যা ছলে, ছেড়ে যে আমায়।
বলে গেলে দেখা হবে, কোন একদিন।
মোর সেই ভাবনায়, কেটে যায় দিন।
তার পর কত দিন, দূরে চলে গেল।
সন্ধ্যার বাতাসে পাখি, নাহি নীড়ে এল।


তোমার কথা হায়, সবে ছিনু ভুলে।
এমন দিনে আবার, ফিরে তুমি এলে।
চাইনা ছাড়তে আর, তোমায় আবার।
পাশা পাশি কাছা কাছি, থেকো কাল ভর।
দু'জনার বাসা হবে, খুব শক্ত ডালে।
চিরকাল সুখ দুঃখে, রবো ছায়া তলে।


রচনা কাল ঃ
০১/০৭/২০১৭ ইং
১ঃ৪৩ পিএম।