তোমায় আপন করে, নিবো মোর ঘরে।
একবার মোর প্রাণে, চাও তুমি ফিরে।
সবুজ বনের ধারে, কত অপেক্ষায়;
কেটে যায় কত বেলা, তোমার আশায়।
পাখি ডাকা ভোরে উঠে, বের হই পথে।
কোন খানে যদি দেখা, হয় তোমা সাথে।
রাত যেন পোহায় না, কাটে ছটফটে।
তোমায় দেখতে মোর, বুক যায় ফেটে।


তত দূর যাবো আমি, যত দূর যাবে।
সারাক্ষণ তুমি মোরে, কাছাকাছি পাবে।
প্রেম ভালবাসা ভবে, স্বর্গ সুখ আনে।
মনে করো তুমি আমি, সুখী এ জীবনে।
সুখের পবন নিয়ে, হৃদয়ের শ্বাস।
দু'জন দু'জনে যেন, করি যে বিশ্বাস।


রচনা কাল ঃ
২৬/০৭/২০১৭ ইং
৮ঃ৪০ পিএম।