পুকুরের ওই পাড়ে, আম্র ডাল ধরে;
দাঁড়িয়ে ছিলে সেথায়, আমি ছিনু দূরে।
এদিক সেদিক ফিরে, কত দিকে চাও।
মোর প্রাণে একবার, চোখ না ভুলাও।
ইশারায় বার বার, ডেকে যাই আমি।
চোখে চোখ পড়ে না তো, শুনো না তো তুমি।
আমি দূরে গাছ তলে, ভাবি কত কিছু।
শরীরের ঘাম যেন, ঝরে পিছু পিছু।


পুকুরের জল হাসে, যদি হাসো তুমি।
আম্র ডাল ভাগ্যবান, বলে যাই আমি।
তোমার রুপের গুন, বলি আর কত।
দু'চোখ জুড়িয়ে যায়, মনে সুখ তত।
ওপাড়েতে তুমি থাকো, এপাড়েতে আমি।
ডুবে যাবো জল তলে, মিলে তুমি আমি।


রচনা কাল ঃ
০১/০৮/২০১৭ ইং
৮ঃ১৩ পিএম।