তুমি সাগরের ঢেউ, অন্ধকার রাত।
ফিরে দেখা সেই তুমি, নতুন প্রভাত।
তুমি চাঁদের জোসনা, পাহাড়ের চূড়া।
তুমি ডাকলে আমায়, দিয়ে যাই সাড়া।
তুমি ভোরের কোকিল, শিমুলের ডালে।
তুমি যেন সন্ধ্যা তারা, ওই দূর নীলে।
তুমি মোরগের ডাক, যেন শেষ রাতে।
তুমি আমার অন্তর, বলি সত্য মতে।


ছায়া পথ ঘিরে তুমি, তুমি স্বপ্ন নীড়ে।
ঘোর অন্ধকার ক্ষণে, থাকো বুক জুড়ে।
লাইলির বুক তুমি, শিরিনের চোখ।
ঘুম ঘরে তাই যেন, দিও যাও সুখ।
গোলাপ ফুলের মত, কোমল হৃদয় ;
মোরে দান করে তুমি, ভরালে হৃদয়।


রচনা কাল ঃ
০৮/০৮/২০১৭ ইং
৩ঃ৩৯ পিএম।